Khoborerchokh logo

রংপুরে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায়,রিমান্ড শেষে কারাগারে ডিবি পুলিশের এএসআই 284 0

Khoborerchokh logo

রংপুরে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায়,রিমান্ড শেষে কারাগারে ডিবি পুলিশের এএসআই

মোস্তফা মিয়া- পীরগঞ্জ,রংপুর থেকে
 স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলার আসামি রংপুর মহানগর (ডিবি) পুলিশের এএসআই রাহেনুল ইসলামকে পাঁচদিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
রোববার (০৮ নভেম্বর) দুপুরে আদালতে হাজির করা হলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে অস্বীকার করায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। রংপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম এর আগে দুপুর আড়াইটার দিকে কঠোর পুলিশি পাহারায় এএসআই রাহেনুল ইসলামকে আদালতে নিয়ে আসা হয়।এরপর তাকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলমের আদালতে হাজির করা হলে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে অস্বীকার করেন।আবারও নতুন করে রিমান্ডের আবেদন না করায় বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করে রংপুর পিবিআইয়ের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন বলেন, রিমান্ডে থাকাকালে এএসআই রাহেনুল গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছেন।তাছাড়া ভিকটিম নিজেও আদালতে তার বিরুদ্ধে ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দিয়েছেন।আদালতের নির্দেশে রাহেনুলকে কারাগারে পাঠানো হয়েছে।৪ নভেম্বর এএসআই রাহেনুল ও অপর দুই নারী সুমাইয়া আক্তার মেঘলা ওরফে আলেয়া এবং সুরভি আক্তার সমাপ্তির সাতদিন করে রিমান্ড আবেদন জানালে রাহেনুলের পাঁচদিন এবং ওই দুই নারীর তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন বিচারক।এ মামলায় গ্রেফতার অপর দুই আসামি বাবুল হোসেন ও আবুল কালাম আজাদ ২৮ অক্টোবর দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।আদেশ দেন।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com